স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি বন্ধ করার কবজ ব্যবহার

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি বন্ধ করার কবজ ব্যবহার
যদি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাটি লেগেই থাকে তাহলে এই
কবজ ব্যবহার করবে।


নিয়ম : অষ্টাগন্দা ও ডালিম গাছের মূল তুলে আনবে। এরপর ব্যবহারিত
কাপড়ের উপর নিচের কবজখানা অঙ্কন করবে। (স্বামীর কাপড়ের উপর স্ত্রী নামের
কবজ অঙ্কন করবে আর স্ত্রীর উপর স্বামীর।) এরপর দুই কবজেই গাছের মূল
রেখে দোয়াটি পাঠ করে দুই কবজেই ফুঁ দিবে। এরপর কবজ দুটোকে আলাদা
করে চার ভাজ করবে। এরপর নিশি রাতে তিন রাস্তার মুখে এক সাথে পুঁতে
দিয়ে আসবে। উভয়ের ঝগড়া-ঝাটি বন্ধ করে দিয়ে এগিয়ে আসবে ।


“করাম্ভকু মীর কুম্ভে লা ইমতো শৃং রিমোস্তা অমুক অমুকি লা: ছঃ
কুত্রি অত্ৰ থিংছি।”

Leave a Comment

TANTRIK