পাওনা আদায়ের দোয়া ও কবজযদি কোনো ব্যক্তি পাওনা আদায় করতে ব্যার্থ হয় তাহলে এই দোয়া ও কবজব্যবহার করবে। ঠিকমত কাজ করতে পারলে পাওনা আদায় হয়ে যাবে।



নিয়ম : লজ্জাবতি গাছের মূল এবং তুলশি গাছের মূল মান্দায় গাছের মূল,
সংগ্রহ করবে। এরপর ঐগুলো একত্রে আগুনে পুড়িয়ে কয়লা বানিয়ে ঘিয়ের
সাথে মিশিয়ে কালি বানাবে। এরপর ভোজপাতার উপর সেই কালি দিয়ে অঙ্কন
করবে এবং পাওনাদার দেনাদার উভয়ের নাম এবং তাদের মায়ের নাম লিখতে
হবে। এরপর নিচের দোয়াটি ৬২ বার পাঠ করে কবজের উপর ফুঁ দিবে। এরপর
তাবিজ বানিয়ে রূপোর মাদুলিতে ভরে ডান হাতের বাহুতে পরে পাওনাদারের
কাছে যাবে। চাওয়ার আগেই পাওনা দিয়ে দিবে।


দোয়া : “কংছিয়াতো লুসানিয়াং তিকছিয়া লুইপাছ কিংতারি অমুক-অমুক
মুকাম্ভ।

Leave a Comment

TANTRIK